Ami Chitkar Kore Kadite Chahiya Lyrics Haider Hossain :
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার লিখেছেন ও গেয়েছেন হায়দার হোসেন।
Song : Ami Chitkar Kore Kadite Chahiya
Singers : Haider Hossain
Lyrics : Haider Hossain
Composition & Music Arrangement : Haider Hossain
Rhythm Design : Null
Videography : Haider Hossain
Ami Chitkar Kore Kadite Chahiya Song Lyrics In Bangla :
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত?
কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত?
কত ব্যাথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য?
নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ?
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া, করিতে পারি নি চিৎকার! (২)
বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।।
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত?
কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত?
কত ব্যাথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য?
নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ?
আজো কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা, (২)
নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা।
যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রনা!
যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রনা!
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন,কী দিয়ে দেব সান্তনা?
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া, করিতে পারি নি চিৎকার! (২)
বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।।
বিধাত তোমারে ডাকি বারেবারে কর তুমি মোরে মার্জনা, (২)
দুঃখ সইতে দাওগো শক্তি তোমারই সকাশে প্রার্থনা।
চাইনা সহিতে আমার মাটিতে মাজলুমের আর্তনাদ!
চাইনা সহিতে আমার মাটিতে মাজলুমের আর্তনাদ!
বিষাদ অনলে পুড়ে বারে বারে লুন্ঠিত হবে স্বপ্নসাধ!
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া, করিতে পারি নি চিৎকার! (২)
বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।।
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত?
কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত?
কত ব্যাথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য?
নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ?
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া, করিতে পারি নি চিৎকার! (২)
বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।।
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত?
কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত?
কত ব্যাথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য?
নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ?
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
Tags
Bangla Lyrics
