Dhoro Jodi Hothat Sondhye Lyrics | ধরো যদি হঠাৎ সন্ধ্যে লিরিক্স

 

Dhoro Jodi Hothat Sondhye - ধরো যদি হঠাৎ সন্ধ্যে:

This is a soothing Bengali Song, written by Partha Ghosh, composed and sung by Spandan Bhattacharya.

Dhoro Jodi Hothat Sondhye Lyrics | ধরো যদি হঠাৎ সন্ধ্যে লিরিক্স



Song Details:
Song: Dhoro Jodi Hotath Sondhye.
Lyricist: Partha Ghosh.
Singer: Spandan Bhattacharya.
Guitar:  Chakrabarty.


Dhoro Jodi Hotath Sondhye Lyrics In Bangla:

ধরো যদি হঠাৎ সন্ধ্যে,
তোমার দেখা আমার সঙ্গে।
মুখোমুখি আমরা দুজন,
মাঝখানে অনেক বারণ। [x2]

ধরো যদি হঠাৎ সন্ধ্যে,
তোমার দেখা আমার সঙ্গে।

বাইরে তখন হাওয়া ঝোড়ো,
তুমি হয়তো অন্য কারো। [x2]

আরও একবার বলবো সেদিন
আরও একবার বলবো সেদিন,
আজ জানেকি জীদ না করো।।

ধরো যদি চেনা গন্ধে,
মেতে উঠি চেনা ছন্দে।
যদি ছুঁতে চাই আবারও,
জানি ছোঁয়া তবু বারণ।

ধরো যদি চেনা গন্ধে,
মেতে উঠি চেনা ছন্দে।

চলে যাবে হাওয়া ঝোড়ো,
সময় ছিলো আমাদেরও।[x2]

তবু আবার বলবো সেদিন
তবু আবার বলবো সেদিন,
আজ জানেকি জীদ না করো।।

Post a Comment

Thank You Please Wait

Previous Post Next Post