Ei Poth Jodi Na Sesh Hoy Song Lyrics :
এই পথ যদি না শেষ হয় রোমান্টিক গানটি গেয়েছেন হেমন্ত মুখার্জী এবং সন্ধ্যা মুখার্জী। গানটির গীতিকার অর্থাৎ গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। গানটির কম্পোজার এবং মিউজিক ডিরেকটর হেমন্ত মুখোপাধ্যায়। আর সপ্তপদী (১৯৬১) সিনেমার এই গানটিতে অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন।
Movie Name : Saptapadi
Singer : Hemanta Mukherjee And Sandhya Mukherjee
Music : Hemanta Mukhopadhyay
Lyricist : Gauriprasanna Mazumder
Directed by : Ajoy Kar
Singer : Hemanta Mukherjee And Sandhya Mukherjee
Music : Hemanta Mukhopadhyay
Lyricist : Gauriprasanna Mazumder
Directed by : Ajoy Kar
Ei Poth Jodi Na Sesh Hoy Song Lyrics :
এই পথ যদি না শেষ হয়তবে কেমন হতো তুমি বলোতো?
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলোতো?
তুমি বলো..
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো?
লাল লা লা লা ..
কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশীতে সবুজের
ওই দোল দোল হাসিতে রাখালের,
কোন ওই ঘর ছাড়া বাঁশীতে সবুজের
ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়।
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলোতো ?
বলবো না, হুম..
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো?
নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে এই গান
যেন যায় আজ হারিয়ে আকাশের
নীল দূর সীমা ছাড়িয়ে এই গান
যেন যায় আজ হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ রয়।
যদি পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলোতো?
তুমি বোলো, না না তুমি বলো, না তুমি বলো
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো?
Ei poth jodi na sesh hoy
Tobe kemon hoto tumi boloto ?
Jodi prithibi-ta swapner desh hoy
Tobe kemon hoto tumi boloto ?
Kon rakhale oi ghor chara banshi-te sobuje
Oi dol dol haasi-te rakhale
Mon amar mishey gele besh hoy
Nil akashe Oi dur shima chariye ei gaan
Jeno jay aaj hariye akashe
Prane jodi e gaaner resh roy
Jodi prithibita shopner desh hoy
Tobe kemon hoto tumi boloto?
Tags
Bangla Lyrics
