Ekta Gopon Kotha Lyrics (একটা গোপন কথা) Topu

 

Ekta Gopon Kotha Lyrics(একটা গোপন কথা)Topu
 
Ekta Gopon Kotha Lyrics (একটা গোপন কথা) Topu

শিরোনামঃ একটা গোপন কথা
কন্ঠঃ তপু
কথাঃ তপু
সুরঃ তপু
কম্পোজিশনঃ রাফা
অ্যালবামঃ সে কে

 

Ekta Gopon Kotha Lyrics:

একটা গোপন কথা ছিল বলবার, বন্ধু সময় হবে কি তোমার
একবার শুনে ভুলে যেও বারবার, ভুলেও কাউকে বলোনা আবার
মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আজ অনেকেই
এতদিন ছিলো সাধারণ তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে

মন আঁধারের নীলিমায়, তোমাকেই আজ খুঁজতে চায়
জানিনা কোথায় পাবো তোমায়, একবার এসে দেখো আমায়

ভেবেছি তাই এবার, যা কিছু হবে হবার, হোক তবু করে স্বীকার
পরাজয় মেনে নিয়ে সবকিছু বলে দিয়ে চাইবো আমার অধিকার
কপালে যা আছে লেখা, মনে যদি পাইও ব্যাথা দেখে নেব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয়, আর নয়, এই ভালো আছি এই বেশ

মন আঁধারের নীলিমায়, তোমাকেই আজ খুঁজতে চায়
জানিনা কোথায় পাবো তোমায়, একবার এসে দেখো আমায়

প্রতিদিন গলি গলিতে ঘুরোঘুরি কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম করে দেখ ছেলেটাও পড়ে ফুল হাতা শার্ট

এইদেখে হাসাহাসি, গানটাকে ভালোবাসি এই ভালো আছি এই স্বপ্ন আমার
কখনও বুঝিনি যে তা, এটা ছিল সূচনা, আছে বাকি স্বপ্নের উপসংহার

মন আঁধারের নীলিমায়, তোমাকেই আজ খুঁজতে চায়
জানিনা কোথায় পাবো তোমায়, একবার এসে দেখো আমায়

 

#একটা গোপন কথা ছিল বলবার

#Ekta Gopon Kotha Lyrics

Post a Comment

Thank You Please Wait

Previous Post Next Post