Khola Janala Lyrics (খোলা জানালা) Tahsin Ahmed | Milu
শিরোনামঃ খোলা জানালা
ব্যান্ডঃ SWAT
কন্ঠঃ ওয়াকিল রহমান মিলু
কথাঃ ইয়ামিনুল ইসলাম
সুরঃ ইয়ামিনুল ইসলাম
অপ্রকাশিত
Khola Janala Lyrics - খোলা জানালা:
খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে
তখন তুমি এসে হেসে বলে দাও,
আছি আমি তোমার পাশে
বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
চলতে ভীষণ ভয়
তুমি এসে বলে দাও,
আছি আমি পাশে
করোনা কিছুতেই ভয়
তখনো বুঝিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
তখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে
সাদা আকাশে মেঘের ভেলা
রচে রঙের মেলা
কখনো কালো কখনো নীল
কখনো বা হলুদ সাদা
আমার আকাশ জুড়ে ছিল
তোমারই রঙের মেলা
সাদার মাঝে কালো বসিয়ে
তোমারই বিদায়ের পালা
তখনো বুঝিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
তখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে
অনেক পথের পথিক আমি ক্লান্তি সর্বশেষ
তোমার পথের ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ
তুমি আমার প্রথম ও শেষ জীবনের ভালোবাসা
তোমার মাঝে তাইতো আমার জীবনের শত আশা
তখনো বুঝিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
তখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে
Khola Janala Benglish Lyrics :
Khola janala Dokhiner batashe
Dheke jay pordar arale
Kokhon tumi Eshe hese bole dao
Achi tomar pashe
Bohudur poth vishon akabaka
Cholte vishon bhoy
Tumi eshe bole dao Achi ami pashe
korona kichutei voy
Kokhono bhabini Chole jabe tumi
Amake ebhabe kadiye
Kokhono bujhini phire ashbe na
Amar prithibi rangiye