She Je Boshe Ache Lyrics (সে যে বসে আছে) Arnob

 

She Je Boshe Ache Lyrics By Arnob :


She Je Boshe Ache Lyrics


সে যে বসে আছে গানটি 2004 সালে অফ বিট বাংলা নাটক থেকে প্রথম মুক্তি পায়। গানটির সুর করেছেন অর্ণব এবং পারফর্ম করেছেন ব্ল্যাক কম্পাইলেশন অ্যালবাম শপনোচুরা 2005 সালে, অর্ণব চায়না ভাবীশ বাংলা অ্যালবাম থেকে একটি অ্যাকোস্টিক সংস্করণ তৈরি করেন। 1996 সালে অর্ণব লিখেছিলেন সে জে বোশে আছে গানটি। কভার সংস্করণ গানটি গেয়েছেন তাহসান, ঋষি পান্ডা এবং অনেক শিল্পী


Song : She Je Boshe Ache
Vocal, Music & Lyricist : Shayan Chowdhury Arnob

She Je Boshe Ache Song Lyrics In Bengali :

সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে,
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে।
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে,
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে।

তার গুনগুন মনের গান বাতাসে উড়ে
কান পাতো মনে পাবে শুনতে,
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পারো বুঝতে।
তার গুনগুন মনের গান বাতাসে উড়ে
কান পাতো মনে পাবে শুনতে,
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পারো বুঝতে।।

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে,
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে।
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে,
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে।

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ,
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন।
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ,
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন।

সে যে বসে আছে, সে যে বসে আছে ..

সে যে বসে আছে লিরিক্স - অর্ণব :



She Je Boshe Ache Eka Eka
Rongeen shopno taar bunte
Se je cheye ache bhora chokhe
Janalar phake megh dhorte
Taar goon goon moner
gaan batashe orey
Kaan paato mone pabe shunte
Taar ronger tulir naache
meghera chotey
Chokh melo jodi paro bujhte
Se Je Boshe Ache Eka Eka
Tar shopner karkhana cholche
Aar buro buro megheder dol
Brishti namar taal gunche
Sei goon goon moner gaan brishti namay
Top top phota pore onekkhon
Sei brishti veja mone daak diyeche
Veja kaak hoye thaak amar mon
Se Je Bose Ache

Post a Comment

Thank You Please Wait

Previous Post Next Post