Teer Hara Ei Dheuer Sagor Lyrics – তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে:
শিরোনামঃ তীর হারা এই ঢেউয়ের সাগর
গীতিকার ও সুরকারঃ আপেল মাহমুদ
শিল্পীঃ সমবেত সংগীত
বছরঃ ১৯৭১
গীতিকার ও সুরকারঃ আপেল মাহমুদ
শিল্পীঃ সমবেত সংগীত
বছরঃ ১৯৭১
Teer Hara Ei Dheuer Sagor Lyrics:
পাড়ি দেবো রে।
আমরা ক’জন নবীন মাঝি
হাল ধরেছি,
শক্ত হাতে রে।
জীবন কাটে যুদ্ধ করে ,
প্রাণের মায়া সাঙ্গ করে,
জীবনের স্বাদ নাহি পাই।।
ঘরবাড়ির ঠিকানা নাই,
দিনরাত্রি জানা নাই,
চলার সীমানা সঠিক নাই।
জানি শুধু চলতে হবে,
এ তরী বাইতে হবে,
আমি যে সাগর মাঝি রে।
জীবনের রঙে মনকে টানে না,
ফুলের ওই গন্ধ কেমন জানিনা,
জোছনার দৃশ্য চোখে পড়ে না,
তারাও তো ভুলে কভু ডাকে না।
বৈশাখের ওই রুদ্র ঝড়ে,
আকাশ যখন ভেঙ্গে পড়ে’
ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়।
হাতছানি দেয় বিদ্যুৎ আমায়,
হঠাত কে যে শঙ্খ শোনায়,
দেখি ওই ভোরের পাখি গায়।
তবু তরী বাইতে হবে ,
খেয়া পাড়ি দিতেই হবে,
যতই ঝড় উঠুক সাগরে।
Tags
Bangla Lyrics
